তুমি চেয়েছ আকাশ
তুমি চেয়েছ বৃষ্টি
তোমার মতো করে ।
যদিও আমার দুহাত বিকিয়ে দিয়েছি
অনেক আগে বেঁচে থাকার লোভে
নিজের মতো করে।
আমার আকাশের বারান্দায়
তোমাকে ভিজতে দেখেছি ।
আমার বৃষ্টির শরীরে
তোমাকে বৃষ্টি হতে দেখেছি
আঠপৌঢ় শাড়িতে তোমার মতো করে ।
প্রকৃতির প্রচ্ছদে
আজও বৃষ্টির ফোঁটায়
তোমার ভিজে শরীর একাকার
কাছে টানার দোটানার ভেতরে,
আকাশের অলংকার তোমার মতো করে ।
আর কোন আকাশ আর কোন বৃষ্টি
আছে বলো ?
তোমার হাতে তুলে দিতে পারি,
তোমাকে ভুলিয়ে দিতে পারে তোমার মতো করে ।
যদিও এখন আমার দুহাত
জড়িয়ে ধারদেনার ফেনার গভীরে গভীরে ।
বিকাশ দাস
মুম্বাই
২০/০৬/২০১৬