যাওয়াই  ভালো
দুপায়ে অন্ধকার ঠেলে আর এক নতুন অন্ধকারে ।
যাওয়াই  ভালো
আলোর সাঁকো ফেলে আর এক নতুন অন্ধকারে ।
এখন
মাকড়সার জালে ভর্তি   দেশের বাড়ি
বেঁচে থাকার    তাগিদে বিদেশ পাড়ি
জেনেও ....
একদিন   আসতে হবে ফেরত ঘরে
সম্পর্কের সৌরভে  দুহাত চার করে ।
দুটি হাত দুটি প্রান্ত
সতর্ক রেখে
দুহাত এক করো বা আলাদা করো
ভগ্নাংশের মধ্যেই খুঁজে নিতে হবে তোমার অবশিষ্ট
আকাশ মাটির গন্ধ তোমার ভবিতব্য  
যদিও
তোমার দুহাত   আজ সর্বশ্রান্ত অথর্ব  
ছেঁড়া ঘুড়ির মতো জীবনের সুতোয়
একলা কাঁটা তারে ।

বিকাশ দাস
মুম্বাই
১৭/০৬/২০১৬