(এক)

সব কবিতা নিজস্ব পরিপূর্ণতার ফসল খামার নিজের জায়গায়
কিন্তু কিছু ফসল দানা
কবির কলমের ঘষার দাগ  জড়ালে কাগজের কোরা পাতায়  
অনেক খামতি অজানা
        কবিতার চুনুরিতে শব্দের কলগার বর্ণালী গাঁথায় ।
        কবির বুক কাঁটার জ্বালায় মোমবাতির মতো জ্বলতে থাকে ;
        যদিও  
        কবির সেটা তার একান্ত অনুভব ভাবনার সলতের ফাঁকে
        আঙ্গুলের ডগায় বন্দী ।

(দুই)

সব ভালোবাসা নিজস্ব পরিপূর্ণতায় ঠাসা  নিজের দোসর  কারায় ।
কিন্তু বৃষ্টির তরঙ্গ নেমে এলে সঙ্গেকরে আকাশ পৃথিবীর গালিচায় ;
কবির দু হাত খুঁজে বেড়ায় মাটির শিকড়ে পরশ্রীকাতরতার কুঠার ;
খামতির অন্ধকার   ঈর্ষার   কাঁটাতার ।

যদিও ভালোবাসার দৃষ্টির ভেতর আকাশ
আকাশের ভেতর মেঘ মেঘের ভেতর বিদ্যুত  
বাতাসের ভেতর বৃষ্টির শিহরণ
এক দুজনের গভীরে একাকার
কবির গ্রন্থ তুচ্ছ করে ।


বিকাশ দাস
মুম্বাই
২৮/ ০৫/২০১৬