চলো এসো
খুঁজে বেড়াই
বেঁচে থাকার শরীরের আঁচ ।
সূর্য ওঠা
সূর্য ডোবা
আলোর ভেতর
ভালো করে দেখার আতস কাঁচ ।
যদিও
জীবনের পরিধি ছোটো খাটো আঁটোসাটো বদ্ধ দুয়ার
খোলা মেলা ভিটেমাটির মতো শস্য লাগা হাওয়াদার ।
যদিও
ভালোবাসার খাঁচায় ডোরাকাটা আকাশ হিম লাগা বাতাস
রাতভোর চোখের কালিতে ভরে নিতে হবে হৃদয়ের রাস ।
বিকাশ দাস/ মুম্বাই
২৫/০৩/২০১৬