কাঠ রোদের ভেতর মজুরীর শ্রম দানে
তাদের দু হাতের কষ্টের দাগ চিনতে শেখো ।
সময়ের ভাঙামেঘের বর্ষাতি জলের বাণে
ভিজতে ভিজতে জীবনকুর্তি বুনতে শেখো।
জীবন কি শুধু ঘর বাড়ি ! বইয়ের পাতায় চোখ না রেখে
ঘরের পাঁচিলের বাইরে এসে মানুষের সাথে মিশতে শেখো ।
সুন্দরতা বাস্তবের স্তবকে দৃষ্টির সঙ্গোপনে
না বস্তুর আবরণে;
চোখের বাঁধনে আঁকতে শেখো ।
তর্কের মারকুটে না গিয়ে বুকের মধ্যে হাত রেখে
দু চোখ খুলে বিনা আতস কাঁচে দেখতে শেখো ।
প্রকৃতির পৃথিবী কতটা সুন্দর কতটা মুগ্ধময়
হৃদয়ের স্পন্দনে স্বরলিপি বেঁধে ঠোঁটের পাতার
উপর রাখতে শেখো ।
চোখের নজরে দেখা সম্পর্কের দুরত্ব
দিতে পারে ধোকা আরো দূরত্বের বোঝা
চোখের কাছে পিঠে ।
সূর্যের আলো উঠছে সূর্যের আলো নিভছে
সব অন্ধকার চাঁদের আলোর ভেতর
সন্তান সন্ততির হাত বাড়িয়ে বুকে টানতে শেখো ।
বিকাশ দাস
মুম্বাই / ২৪/০৩/২০১৬