কেন ভালোবাসি
কেন দুহাত বাড়ায়;  
কঠিন পাথরে রেখে হাত
কেন শুনি নদীর গান বসে নিরালায়।

কেন ছুটে যায়
কেন সময় হারায়;
বিহঙ্গের মত ডানা মেলে
কেন আকাশের খাঁচায় রোদ্দুর জড়ায়।  

কেন আশা বাঁধি
কেন দূরত্ব বাড়ায়;
জলের উপর দাগ কেটে
কেন মাঝি ঘরের স্মৃতি খুঁজে বেড়ায়

কেন সঙ্গে হাঁটি
কেন পিঠ দেখায়;
ঘরের দরজা খুলে রেখে
কেন পশলা বৃষ্টিতে সাগর খুঁজে বেড়ায়।

কেন হৃদয় ভাঙ্গি
কেন ফুল ফোঁটায়;
মাটিতে শাবল রোজ ঠুকে
কেন ধানের শীষে চালের গন্ধ ছড়ায়

কেন দুঃখ রাখি
কেন কলসি ভাসায়;
চোখের জলে চোখ ধুয়ে
কেন ভিজি দুজনে রাত বিরাত বর্ষায়।

কেন খুলে রাখি
কেন ভুবন ছড়ায়;
দূরের কাছে দিয়ে হাত
কেন নিজের সম্পর্ক লুকোয় কুয়াশায়।

কেন গন্ডি কাটি
কেন বনবাস যায়;
জনক কনে  অপবাদে
কেন মাটির ভেতর চিরে মৃন্ময়ী লজ্জায়।

বিকাশ দাস
মুম্বাই
১০/০৩/২০১৬