আমি এখন ঘুমোতে চাই
একটু স্বপ্ন দেখার লোভে
আমি কবিতা লিখতে চাই
হৃদয় ভরা বিদার ক্ষোভে হৃদয়ের ভাষায় ।
তুমি দিয়েছো যদিও আমায়
তোমার অবাধ প্রেম ভালোবাসা
তবু ভিজেনি মন ভিজেনি হৃদয়ের বাসা
ভিজেনি ইশতেহারের পাতা তোমার দেখার ভাষায় ।।
তুমি দিয়েছো যদিও আমায়
তোমার আকাশ সূর্য চাঁদ লাগা
তবু আঁধার ঘর আঁধার আলোর ধাগা
আঁধার দীপেরতলার মাটি তোমার যাওয়া আসায় ।।
বিকাশ দাস
মুম্বাই
২২/০২/২০১৬