ঘুম ছিলো নিশ্চুপ রাতে  ঝিরঝিরানি হাওয়ার
স্বপ্ন ধাগা ।
স্বপ্ন ছিলো দুহাতের তদবিরের ঘামে একলার
শ্রম লাগা ।

ঘুম ছিলো  ঘুমিয়ে সহস্র ছেঁড়া কাঁথায়
বালিশ তোলা ।
স্বপ্ন ছিলো দুহাতের তকদিরের রেখায়
বিবর  খোলা ।

ঘুম ছিলো অশ্রু ফোঁটায়
ছড়িয়ে দিতে সমস্ত আকাশ সূর্য মাখা ভুবন দুহাতে
নতুন তদবিরে ।
স্বপ্ন ছিলো বৃষ্টির ফোঁটায়
ভরিয়ে দিতে সমস্ত মাটির উসম লাগা ভুবন দুহাতে
নতুন তকদিরে  ।
                            ধন ধান্য   পুষ্পে ভরা
                            আমাদের এই বসুন্ধরা ......


বিকাশ দাস
মুম্বাই
২১/০২/২০১৬