কে বলে
কালো মেয়েরা হয় না সুন্দরী !
কালোর নিভৃতে তিলোত্তমার তিল হয় না নিকষ নুরি ।

কে বলে
আকাশের বুক নিংড়ে কালো মেঘ সাদা বৃষ্টির ফোঁটায় মাটি মাখে না সুখ ।
কে বলে
কালো মেয়ের স্তনের বোঁটায় মাতৃসুলভ দুধের ফোঁটায় শিশু রাখে না মুখ ।

কে বলে
কালো মেয়েরা হয় না সুন্দরী !
কালোর উসন কাজলের লজ্জাশীল হয় না কণক নুরি ।

কে বলে
দুপরের সফেদ সূর্য কুয়াশার কালো চোলির অন্তর্বাসে আকাশ অন্ধকার ময় ।
কে বলে
তিমির কালো রাত্রি সড়ক পথে স্বর্ণালী চাঁদের একান্তে আকাশ অন্ধকার ময় ।

কে বলে
কালো মেয়েরা হয় না সুন্দরী !
কালোর সোদরে হাসির শুভ্রতার সিত হয় না নিকর নুরি ।

বিকাশ দাস
মুম্বাই
২০/০২/২০১৬