অভাব এখন তুমি যাও
আবার এসো;
কতোটা খিদে কতোটা ঘুম স্বচ্ছলতার
বেঁচে থাকা দরকার
তোমার দুহাত নেবো আমি নিংড়ে ।
অন্ধকার এখন তুমি যাও
আবার এসো;
কতোটা আলো কতোটা ছায়া সম্ভোগের
পেতে রাখা দরকার
তোমার হৃদয় নেবো আমি নিংড়ে ।
জীবন এখন তুমি যাও
আবার এসো;
কতোটা অন্ধ কতোটা বধির অলক্ষ্যে
ঢেকে রাখা দরকার
তোমার শরীর নেবো আমি নিংড়ে ।
বিকাশ দাস
মুম্বাই
১৯/০২/২০১৬