একার  নয়
দোকার নয়
এ সবার নির্জলা শ্রম;
একার  নয়
দোকার নয়
এ সবার অবাধ স্পর্শ;
একার  নয়
দোকার নয়
এ সবার নিস্বার্থ অর্ঘ ;
এ সবার
শ্রমের স্পর্শের অর্ঘের একতার খন্ড
রঙ্গ প্রবন অন্তরঙ্গ সংহতির হৃত্পিন্ড।

জলে স্থলে নদী সাগর রোদছায়া বৃষ্টির    তোলপাড়
আকাশ মেঘের ছাদে সূর্য চাঁদের দিবারাত  নির্বিকার
মাটির ঘাসে ঘাসে ঘন দুর্বার শিশিরে ভুবন একাকার  
অনাবিল অনঘ সৃষ্টি       একতার       সৃষ্টির দুপার ।

একার নয়
দোকার নয়
এ সবার .........।

বিকাশ দাস
মুম্বাই
১৬/০২/২০১৬