নিয়ে চলো আমাকে
পাথর কুঁচি পথের বাঁকে
যেখানে দীন দুখিরা
দেওয়াল ছাড়া বিনা ছাদের তলাকে
নিজের ঘর বাড়ি বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
সূর্য ওঠা ঘরের চৌকাঠে
যেখানে ঘরের বউরা
বাসি কাপড় ছেড়ে ধোয়া কাপড় পড়াকে
লক্ষীশ্রী নারী বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
কাকভোরের আড়ালের আলে
যেখানে ঘরের এয়ো স্ত্রীরা
ঝাড়পোছ সেরে চৌকাঠে জল ছড়াকে
ঘরের সুখ শান্তি বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
ঝিম দুপুর রোদের কাছে
যেখানে ঘরের নারীরা
ক্লান্তির বোঝা ঠোঁটের হাসির চোরাকে
স্বামীর কল্যাণ বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
সূর্য ডোবার পুকুর পারে
যেখানে মেয়ে মানুষেরা
সারাদিনের এঁটো বাসন মাজা ঘষাকে
নিজের সংসার বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
বিকেল ভাঙ্গা সন্ধ্যার দারে
যেখানে ঘরের রমণীরা
দীপ জ্বেলে আলগোছে ঘোমটা টানাকে
ঘরের মঙ্গল বলে থাকে ।
নিয়ে চলো আমাকে
রাত জাগা জানালার পাশে
যেখানে ঘরের স্ত্রীরা
স্বামীর বুকে এলোকেশ এলাহী রাখাকে
ঘরের ঘরকন্না বলে থাকে ।
বিকাশ দাস
মুম্বাই
১৫/০২/২০১৬