এক এক করে সকলের মস্তকের ভেতর মুর্ধার গন্ধ শুঁকেছি
এ যেন মাটির গন্ধ ।
এক এক করে সকলের হৃতপিন্ডের ধুকধুকানি ধ্বনি শুনেছি
এ যেন মাটির ছন্দ ।
এক এক করে সকলের পাঁজর ঠুকে হৃদয়ের স্পন্দন শুনেছি
এ যেন মাটির প্রাণ ।
এক এক করে সকলের শিরদাঁড়ার রিডে স্বরলিপির বাঁধ পেয়েছি
এ যেন মাটির গান।
এক এক করে সকলের হাতের রেখায় সৌভাগ্যের রঙ দেখেছি
এ যেন মাটির রঙ ।
এক এক করে সকলের কাঁধে বার্ধক্যের শিশুসুলভ প্রহর দেখেছি
এ যেন মাটির ঢঙ ।
এক এক করে সকলের দুচোখের কোলে একতার স্পর্শ পেয়েছি
এ যেন মাটির টান ।
এক এক করে সকলের দু পায়ের গোড়ালিতে শ্রান্তির শ্রম দেখেছি
এ যেন মাটির দান
এক এক করে সকলের ত্বকের ভগ্নভাঁজে মমতাশীল হাত দেখেছি
এ যেন মাটির নীড়।
এক এক করে সকলের শরীরে শিরালে শিরায় রক্তের বীর্য দেখেছি
এ যেন মাটির নীর ।
হে কবি বন্ধুরা এগিয়ে এসো
ধরে মাটির ধুরা দুচোখে রসো ।
ধরো মাটির গন্ধ রঙ তোমার ছন্দ গাঁথার চূড়ায়
মাটির অরুণ তিনকা মাটির তরুণ তিলকা।
বাকি মানুষের নির্মাংস হাড় কংকালের দৃঢ়তায়
জাগিয়ে তোলো
মানুষবোধ সুস্থ্ সুলভ মানসবোধ
মাটির বন্দনায় মাটির অমৃতে মাটির গীতল সুধায়।
হে কবি বন্ধুরা এগিয়ে এসো .........
বিকাশ দাস
মুম্বাই
১৪/০২/২০১৬