অনেক দিন তুমি বাঁধোনী তোমার বিনুনী
খোঁপার গুমটিতে টাটকা ফুলের ছাউনি।
কাটোনি দু চোখে উষসী শামরী গুমর কাজল
দুগালের বিবরে নিখুঁত গোলাপী আভার ঢল
নজর না লাগা নিপুণ তিল চিবুকের খাঁজে
কাঁপন হানা কাঁচুলির উল্লোল বুকের ভাঁজে ।
মন খারাপের দিনে জ্বালনি উনুন হেঁশেলে
সবজিকাটা হাতে আলগোছে ঘোমটা ফেলে;
রাঁধোনি সাদা ভাত আজ, সঙ্গে তিন কাঁটার মাছ
দিয়ে ফোরণ কালোজিরে কাঁচালংকা চিরে
আঙ্গুলের আদরে সংহতির প্রশ্রয় দৃষ্টির নীড়ে।
অনেক দিন তুমি বাঁধোনী
অঢেল সুখ শরীরের নরম পালঙ্কে সোহাগের সঙ্গমে
এক বাকি যাপন নিংড়ে দু টুকরো হৃদয় মগ্ন মরমে
দিন রাত্তির স্রোতের কাঞ্চনে।
হঠাত ..
বাইরে যখন ফলাও ফুলকারী আকাশে অবান্তর বর্ষার লাট,
ঘরের ভেতর থেকে সপাটে বন্ধ করে রাখো জানলা কপাট ।
ঘরের কোণা অন্ধকারে মুখ গুঁজে নরম বালিশে
যদি তোমার একান্ত সুখ।
তোমার চৌকাঠের এক প্রান্তে এক ঠাঁই দাঁড়িয়ে
খুঁজি আমি বুকের ভেতর রঙ্গপ্রবন অসুখ বাড়িয়ে
এটাই তবে আমার সুখ।
নিয়ে দুহাতে তোমার ইফতার
সম্পর্কের সাঁকোর এপার ওপার।
বিকাশ দাস
মুম্বাই
১৩/০২/২০১৬
ইফতার (আরবি শব্দ )
সারাদিন রোজার পর প্রথম যে খাবার খাওয়া