তুমি এসেছিলে যখন
আকাশ ছিলো মেঘ পল্লব বাসরে সম্পর্কের মর্যাদায়
বৈশাখী বৃষ্টি সোয়াস্তির মঞ্জির ঘুমে মাটির শয্যায়।
তখন
আমার হৃদয়ের পরাগে পরাগে
তোমার আসার আবেগ কাঁপন হানা কাঁচুলি টানা
ভীষণ লজ্জায়।
তুমি এসেছিলে যখন
চাঁদ ছিলো গহন রাতের প্রাবরে অন্ধকারের কব্জায়
দামাল দৃষ্টি আড়াল কাঁটা ভেঙে মুক্তির মজ্জায়।
তখন
আমার হৃদয়ের শিকড়ে শিকড়ে
তোমার দু হাতের মেহেন্দি সকাল মাখা আদর রাখা
ভীষণ লজ্জায়।
বিকাশ দাস
মুম্বাই
০৬/০২/২০১৬