তোমার ভালোবাসা   এ কেমন তর
বৃষ্টি হলে          আমায় আদর কর
দুচোখ আমার কেঁদে নিলে     তোমার হাতে আয়না ধর।

বাড়া ভাতে রাগ করে           আমায় তুমি একলা কর।

তোমার ভালোবাসা এ কেমন তর
শীত এলে      আমায় আদর কর
ঠোঁটে আমার হাত রেখে       তোমার রাত গরম কর।

শীতে আঁচ পুড়ে গেলে        আমায় তুমি একলা কর।

তোমার ভালোবাসা  এ কেমন তর
সন্ধ্যা ভোর      আমায় আদর কর
পিঠে আমার দাগ কেটে        তোমার সাধ পূরণ কর।

ভুল ভাঙ্গার ছল করে          আমায় তুমি একলা কর।

তোমার ভালোবাসা  এ কেমন তর
বেণী খুলে       আমায় আদর কর
খোঁপা আমার বাঁধা হলে       তোমার  চোখে শরম ধর।

বাসি ফুল ছিঁড়ে দিয়ে           আমায় তুমি একলা কর।

বিকাশ দাস
মুম্বাই
০২/০২/২০১৬