এক ফালি আকাশে
এক ফালি মুখর তোমার হাতে ।
এক ফালি গেলাসে
এক ফালি বৃষ্টি বহুল রাতে ।
এক ফালি বাসরে
এক ফালি নারীর অন্তর্বাসে ।
এক ফালি কোমরে
এক ফালি শাড়ির সুতোর রাসে ।
এক ফালি নয়নে
এক ফালি স্বপ্নের লজ্জা ভরে ।
এক ফালি শয়নে
এক ফালি সঙ্গমের শয্যা ধরে ।
এক ফালি পাথরে
এক ফালি বাঁশের ঝোপ ঝাড়ে ।
এক ফালি সাগরে
এক ফালি নদীর সাঁকোর পাড়ে।
এক ফালি যৌবনে
এক ফালি ফুলের ফুসফুসে।
এক ফালি দর্পনে
এক ফালি মুখের রস চুষে ।
এক ফালি সন্ধায়
এক ফালি ভোরের বাসি ফুলে।
এক ফালি তন্দ্রায়
এক ফালি কনের নাভি মুলে ।
এক ফালি বর্গায়
এক ফালি ধানের ভাতের গন্ধে।
এক ফালি দরগায়
এক ফালি ঋণের বোঝা স্কন্ধে ।
বিকাশ দাস
মুম্বাই
০১/০২/২০১৬