তুমি
ভালোবেসে অবশেষে
অনেক দিনপর করে নিতে দোসর
আমায় কাছে ডেকে
আদরে হাত  মেখে  
তোমার বর্ষাতি চোখে
যখন বললে আমি তোমার চাঁদ।

তখন থেকে ...
নিঃসঙ্গতার পাথরে পড়ে থাকা সব আলোর নারী  
অন্ধকারের ভেতর খুঁজে পেলো নিজের ঘর বাড়ি ।
আলোর ভেতরে অন্ধকারের রতিময় সুখসার
অন্ধকারের ভেতর আলোর আবহ অন্তঃসার।


বিকাশ দাস
মুম্বাই
২১/১২/২০১৫