তবু ভালো  দুঃখ দিও     দিও গো যাতনা
         শুধু প্রিয়   দিও না   বিরহ  সইতে পারিনা।

সাঁঝের প্রদীপ রেখেছি জ্বেলে       রাতের দুয়ার  দিয়েছি মেলে
যদিও আষাঢ় চোখের পাতায়        নিয়ে তোমার হাজার ভাবনা।।

ঘরের উঠোন বেঁধেছি ফুলে         হাতের ভেতর বাঁধন খুলে
যদিও হৃদয় বুকের ভেতর          দুঃখ লাগা আমার বাসনা।।


বিকাশ দাস
মুম্বাই
৩০/১১/২০১৫

( সুর : সঞ্চিতা দাস )