(১)
তোমরা বলো নোংরা দুষিত আজ বাতাবরণ,
আগে প্রথমে ঠুকে দেখো নিজের অন্তঃকরণ!
হাজারে হাজার সন্দেহ মোড়া তোমার আচরণ
রাতের শরণে
প্রাতের শরণে
মুখোশ ধারী অসংখ্য তোমরা থাকবে আজীবন।
তুমি সূর্য কে দাবিয়ে তোমার হাতের মুঠোয়
লিখছো আলেয়ার প্রচ্ছদে আলোর পঞ্জিকরণ;
তরুণ আকাশ তরুণ বাতাস নতুন অরুণ
নতুন ভোরের মিথ্যে আশ্বাস নতুন সবদিন।
তোমরা অমৃত ঘুমে রাজনীতির বিষমন্থন চুমে
করবে দশের দেশের দুঃখ মোচন বিশ্বশীল ভূমে
জরুল জটিল অন্ধকারে স্বর্গ বর্ণপ্রভার জাগরণ!
মিঠেল মিঠে কথার রসে রসিয়ে জিভে অকারণ
সর্বনাশ মরণ মুখী বিষিত কথার ব্যাকরণ।
তোমরা ই বলো
এবার আমি কাকে করি অনুকরণ।
(২)
দেহ আমার যোগ আমার
দেহ তোমার যোগ তোমার
অশ্রু ভরা রক্ত ঘামে মানব জাতির কল্যাণ
কঠিন পাথর কেটে ক্ষুধার দানে ভাগ্য বিধাণ।
ডালে ভাতে বাঁচার স্বাদে করছি জীবন যাপন
হাড়ের ভেতর ঈশ্বর সহায় যদিও ধ্বংসসমান।
মজ্জার অধিকারে মানুষ এক মান প্রতিমান ।
তোমরা মুখের আদল বদলে শুধু নিজের স্বার্থ জেনে
সুযোগ বুঝে জাত পাতের দ্বন্দ লড়াই আচমকা টেনে
ভরছো তোমার দীর্ঘ পাকস্থলীর আয়তন প্রতিদিন
দীনের পেট কেটে সততার শুকনো ভাতে বীজবপন
পরের মাটিতে নিজের সঙ্ঘের অঙ্গন ।
তোমরা ই বলো
এবার আমি কাকে করি অনুকরণ।
বিকাশ দাস
মুম্বাই
২৬/১১/২০১৫