আমায় ফিরিয়ে দিও
ওগো প্রিয়
সেই সুখের দিন ছিলো বাঁধা একদিন
মনের  সুতোয়।

আমায় ফিরিয়ে দিও
তোমার দৃষ্টিতে  
ধুয়ে মন বৃষ্টিতে
কৃষ্ণ কালো মেঘ আমার ফুলের আলপনায়।।

আমায় ফিরিয়ে দিও
আলোর তরঙ্গে
নেচে সুর অঙ্গে
স্বর্ণ ঝরা  চাঁদ আমার ঘুমের  জোছ্নায় ।।

বিকাশ দাস
মুম্বাই