আমার দুঃখ লাগা           বাড়ির অনেক ভেতরে
অনেক সুখের ঘর লুকিয়েছিলো আমার অগোচরে
যখন
সব দরজা খিড়কি খুলে স্পর্শ করলাম উদাম চোখে
মাথার উপর এক গোটা আকাশি আকাশ।

বাস্তবের কাঁটা অসংখ্য   কাগের গুন ভাগে
রক্তের ফোঁটা আঙ্গুলের ডগায়;
হাতের রেখা তখনও সজাগ সততার দাগে।
যখন
দিন আনি দিন খাই               সততার  হাতে।
ক্ষুধার গর্ভে খুদা ঘুমায় নিশ্চিন্তে দীনতার রাতে।
                                         ----------
              
বিকাশ দাস
মুম্বাই

১৭/১১/২০১৫y