(১)
জানি আমি অনেক ভুল করেছি  যদিও এ ভুলের  নেই ক্ষমা।
তোমার হাতে প্রদীপ যুগযুগান্তর
আলোর স্বাচ্ছন্দ বিলিয়ে চতুর্দিকে
উত্সবের ব্রতময়ী সুখসারান্তর ।
তোমার পায়ের তলানিতে থাকলো পড়ে
অসম্ভব অন্ধকার জমা ।

এ কঠিন সত্য উড়িয়ে দিলাম কি করে
দু হাতে শেষ সম্বল বিলোনের দানে  
যে আনন্দ শুধু আঙুলের ডগা জানে।

(২)
জানি আমি অনেক ভুল করেছি  যদিও এ ভুলের নেই ক্ষমা।
তোমার পায়ের ধূলো সোনার চূর্ণি ভেবে
কুড়িয়ে নিয়েছি দুহাত ভরে অবাধ লোভে ।
সর্বাঙ্গ মেখেছি মুখর মুদ্রায় অশ্রম হাতে
লুকিয়ে রেখেছি ঘরের ঝাঁপিতে লক্ষী স্বভাব জেনে।
অঢেল শান্তিসারে  থাকবে জমা সংসারের স্হপতি।
আর চরাচরের কাঁটাঝোপে  সোনার ধান জমি।

এ কঠিন সত্য উড়িয়ে দিলাম কি করে
একদিন অসংকেতে সব পিছু টান
শরীরের মাটি হয়ে থাকবে মুষড়ে  এই মাটিতেই মুখ থুবড়ে;
শ্মশানকলস অসাড় মাটির বনবাসে ।


বিকাশ দাস
মুম্বাই
১৫।১১।২০১৫