(১)
আমার ভালো লাগে দুখ কষ্ট বিরহ
নির্জনতার ভিড় নিঃশব্দ অন্ধকার
অনন্য ধীর পায়ে হাঁটা ভুল ছায়ার বিধন কাঁটা
একটু মদ চটক চাট বিস্ময় ভরা শমন পাট
নেশার যাতায়াত খুঁজতে দুয়ার
দুহাতে প্রতিশ্রুতির সাঁকোর ভার।
(২)
আমার বকুল হৃদয় বয়সের চুম্বনে অসুখ বাড়ায়
মদের স্নানে সদয় নেশা আমার দুচোখ সারায় ।
আঙুলের আড়ষ্ট চাট আর পেয়ালার তলানীর ছিঁটেয়
আহত আকাশ
আগলে নিতে পৃথিবীর কোণে ঠাঁই
সময় হারিয়ে সময়ের জানালায় বৃষ্টির শেষ চাঁদের ফোঁটায়
অন্ধকারে ।
বনবাসে বেঁচে থাকার অবশিষ্ট
নেশার ঘোরে অতীতের অস্পষ্ট পাতায়
নিজস্ব ধারায় বয়সের ধূলোঝড়ে গোধূলি সাজায়।
মদের বিলাস প্রহর
একাই দুহাত ভরে নিজের আলগোছে ঘর
গোপন রাখি অন্য সব পৃথিবীর চৌকাঠে
হৃদয় হৃদয়ে।
বিকাশ দাস
মুম্বাই
১৪/১১/২০১৫