(এক)
তোমার দুঃখ লাগা মাটি  আমার দুঃখ লাগা মাটি
শরীর শরীর খেলায়  সতেজ সজল প্রবণতায়
এসো ধরে রাখি মাটির প্রবাহ।

কিছু টা তোমার হাতে       কিছু টা আমার হাতে
মাটির নিভৃত ঘ্রাণে           মাটির নিঃসৃত স্নানে
হোক মাটি যতো দুঃখ দাহ।

আর সব পিছু টান হোক আজ মাটি।

(দুই)
সূর্য পিছলে পড়ুক মাটিতে   চন্দ্র উছলে পড়ুক মাটিতে
আলোর অযুত ধারায় মাটির ব্যাকরণ
ইচ্ছে ভ্রমণ স্বাধীন পায়ে থাক সাবধান।
পার হোক মাটি আর এক মাটির কাঁধে

কিছু টা তোমার হাতে             কিছু টা আমার হাতে
অস্তিময়ী সম্পর্কের মাটি ।
দীনতার দিনেও জন্ম মৃত্যু নতুন সৌরভ নিয়ে মাটি।

আর সব ভালোবাসা হোক নিভাঁজ খাঁটি ।


বিকাশ দাস
মুম্বাই