(১)
আমার দুঃখ লাগা এই মাটিতে
তুমি কি আসবে একবার ।
আমার হৃদয়ের সংকটের সাঁকোতে
তুমি কি আসবে একবার।
স্পর্শের মোহনায় এখনো অশ্রুর জল লাগেনি
সমুদ্রের বাড়তি জোয়ারে কুয়োর জল বাড়েনি ।
যদিও আকাশ আমার হাতের বাইরে।
(২)
আমার একলা থাকা রোদ্দুরের বারান্দায়
তুমি কি আসবে একবার।
মেঘ চুর্নী ঘূর্ণি হাওয়ায় বৃষ্টি লাগা ঝাপটায়
তুমি কি আসবে একবার।
স্পর্শের আঁজলায় এখনো ফুলের দাগ লাগেনি
মেঘের উপোসী শরীরে বৃষ্টির রঙ লাগেনি ।
যদিও আকাশ আমার হাতের বাইরে।
বিকাশ দাস
মুম্বাই