(৬৫)
এখন ধরা পড়ে না আমার মুখ আর কোনো আয়নায়
আমি সুখে আছি বলে তোমার ভালবাসা নিয়ে যাতনায়।

(৬৬)
যা হোক আমি তোমার খিল হয়ে আছি তোমার দরজায়
তোমার ঘরেরে বাইরে রাখো বা তোমার শয্যার মর্যদায়।

(৬৭)
আমি জানি  চিরদিন মনে রাখবে লোকে আমাকে
তোমার ভালোবাসা কতো দিয়েছিলো কষ্ট আমাকে।

(৬৮)
আমার অনুরোধ খুদা  আবার আমায় মাটি করো
তোমার প্রেমের জখমে আমার প্রেম খাঁটি  করো।

(৬৯)
নিজের দুঃখ নিজের হাতে কাটি আর সুখের মুখ খুঁজি
নিজের ঠিকানা নিজের কাছে রাখি আর ঘরের খিল খুঁজি।

(৭০)
তোমার ভালোবাসা রেখেছে আমায় আজও সহজ করে
আছি নিয়ে তোমার মান অভিমানের সকল গরজ ধরে।


বিকাশ দাস
মুম্বাই