(২১)
যখন তুমি দেখো আয়না, ভুলের মিথ্যে সরিয়ে রাখো
ভালের টিপ বদলে বদলে  আঙুলে লজ্জা লুকিয়ে রাখো

(২২)
যে উঠোনে রোদ আসে না , বৃষ্টির দোলায় গা ভাসে না
সেখানে সঘন ছায়ার মঞ্জুরি কি করে ফোটায় বলো  না

(২৩)
কিছু স্বপ্ন সাকার হলো আর কিছু গাঁথা সমেয়ের পেরেকে
ভাগ্যের জোর কার হাতে গোজা     অধিকারের পেরেকে

(২৪)
আমার উদাস চাওয়া তোমাকে ভীষণ টানে
যেন পাগল প্রেম একলা ছাদের পিছুটানে
অনেক দিনের চেনা আকাশের আলোর গানে
যেন অন্ধকার একলা থাকার অভিমানে।

(২৫)
কেউ না যায় ফিরে       রেখেছি দুয়ার খুলে
হোঁচট না লাগে বলে    রেখেছি চৌকাঠ তুলে
যদিও কাঁচের শহরে কাঁচের ঘর
ভালবাসার ছাদ      ভাঙ্গতে পারে অল্প শূলে।

(২৬)
সবুজ স্বপ্ন সবুজ থাকবে বলো  আর কত দিন
দীনতার কাঁটার থেকে পাবে    পার কত দিন

(২৭)
হৃদয়ে জখম লাগিয়ে জানি বসন্ত চলে যায় নীরবে
শুধু কিছু স্মৃতির মেঘ বৃষ্টি   যায় কেঁদে  নীরবে

(২৮)
যে মা আদরের দোলায় ভরিয়ে রাখে সন্তান সন্ততির সুখ
সে মা পড়তে জানে না গুনতেও  জানে না নামতার মুখ

(২৯)
পুরোনো বৃক্ষ যেন আজ আগাছা  বৃদ্ধের মতো
এখনো টাটকা হাওয়া জড়িয়ে ফুলের গন্ধ যতো

(৩০)
আমার দুচোখ আমার সুখ শান্তি, ছিলো তোমার ইচ্ছের ফেনায়
হঠাৎ ছেড়ে দিলে আমার হাত,বলো তোমার কি ইচ্ছের কেনায়

(৩১)
ঘুম ছাড়া দীনতা রোজ শুয়ে পড়ে ফুটপাতের সড়ক কোনায়
আমি তুমি রাংতায় মোড়া ঘুমের পিলে আজও আছি দোটানায়

(৩২)
যে ঘা শুকিয়ে গেছে আজ ভালো বাসার মলমে
সে কথা কোনদিন ধরো না  তোমার কলমে

(৩৩)
যেমন এ কিনারা ও  কিনারা একি নদীর দুই ঠিকানা
তবু আলাদা আলাদা সঙ্গে থাকার ভীষণ জোড় টানা

বিকাশ দাস
মুম্বাই