(৯)
আমার সকল সময় দিয়েছি তুলে তোমার হাতে
একটু সময় করে দেখলে না আমায়
কতো ভুলের ধুলো ছড়িয়ে ছিলো আমার হাতে।
(১০)
তুমি থাকো দু হাত খুলে আমার বুকে
যদিও লোকের পৃথিবী জানি কাঁচের।
প্রেম থাক জোড়া আঠালো আঠার সুখে
বাঁধো ঘর শিরদাঁড়ায় অন্য ধাঁচের।
(১১)
কতো যে অবাধে ধুল ভুল লেগেছিলো
আমার দুপায়।
যেতে যেতে রোদের কাঁটা বিঁধেছিলো
আমার দুপায়।
একটু তোমার দেখার তাগিদে
দাগ লেগেছিলো আমার কুর্তি ওড়নায়।
(১২)
বুকের পাঁজর বিকিয়ে দিয়ে বাজার হাটে
আনবো ঘরে প্রেম কিনে।
হাতের রেখা বিকিয়ে দিয়ে ভ্যাগের ঘাটে
আনবো ঘরে খুদা কিনে।
(১৩)
রোদের প্রেম দেখেছি ছায়ার গভীরে
বৃষ্টির প্রেম দেখেছি মেঘের গভীরে
ফুলের প্রেম পুড়লে গন্ধের গভীরে
হাজার বসন্ত দেখেছি প্রেমের গভীরে।
(১৪)
চলতে ফিরতে মন্দিরের বাজনা শুনেছি
আজানের সাড়ায় দুচোখ মেলেছি
কোন কোলাহলে স্বর্গ তোমার
শুধু মায়ের কোল দেখেছি।
(১৫)
তোমার খোলা চুলে কত রাত গোপন ছিলো
লজ্জা শরম সুধায়।
নিঃশ্বাসের গল্প গানে তোমার ঠোঁট ছিলো
অবাধ প্রেম ক্ষুধায়।
(১৬)
যে দিন উড়লো পাখি ঘরের চাতাল একলা করে
ভলোবাসার ভেতর একলা হৃদয় একাই গুমরে মরে।
(১৭)
তোমার নীরব সরব চাওয়ায়
ভিজিয়ে আমার সব সকাল সন্ধে রাত।
লিখলে আমার শরীর মাদকতায়
তোমার দুহাতে নিয়ে ঠোঁটের দোয়াত।
(১৮)
চোখে চোখে রাতভোর শিশির গুছিয়ে রাখি ।
বিন্দু বিন্দু জলের ফোটায় হৃদয় বিছিয়ে রাখ...
একদিন জলের গভীরে সাগর খুঁজে পাবো জেনে
যাতনার আস্তিনে দুহাত আমার বাড়িয়ে রাখি।
(১৯)
আমার সব সকাল সন্ধে রাত ছিলো যদিও হাবি তোমার ভাবনায়
আমার বাঁচার ইচ্ছে মরণের ইচ্ছে আজও সবি তোমার কামনায়।
(২০)
আমার ইচ্ছের কোনো আবদার ছিলো না
তোমার কাছে কিছুর অজুহাতে ।
যদিও আমার ঠোঁট তৃষ্ণার তাগিদে শুধু হাত
রেখেছিলো তোমার হাতে হাতে।
বিকাশ দাস
মুম্বাই