তোমার কাছে আসতে চেয়ে পারিনি আজ ও আসতে।
তোমায় তোমার মতো করে আরো যে ভালো বাসতে।

এখনো যে দেখি সব আকাশ লজ্জায়
দু চোখ মেলে আমার সদর দরজায়।
ভ্রমরের আসা যাওয়া রোদের ফুলে শীত মাখতে ।।

আগের মতো বাতাসে লাগলে ঝড়
ভুলো না নিতে আমার তুমি খবর
খাতার পাতার ভাঁজে আমার যতো ছবি রাখতে।।

ধুয়ে গেলে মেঘের পল্লব বর্ষায়
আকাশ সাত রঙ্ নিয়ে তর্সায়  
গোপনে আমার নামে তোমার ভালে টিপ আঁকতে ।।


বিকাশ দাস
মুম্বাই