তোমার দেখার ফেনায়  আমার চুল ভিজে যায়,
তোমার প্রেম ষোলো আনায়
সত্যি জেনে আমার ভুল ভিজে যায়।

নাইতে গিয়ে স্নান ঘরে  জলের বিপ্লব সামলে দিতে
শরীর পোড়ে লজ্জায়।
নিজের হাতে নিজের করে তোমার স্পর্শ আগলে নিতে
অজুহাত ভেজাই লজ্জায়।

দু হাত ঠেকিয়ে তুমি আমার চিকণ গালে,
ক্রমাগত বাঁধছো আমায় তোমার মিহিন জালে।
রাখছো যতো বিবাদক্ষুদা চুলো গাছের ডালে।

সন্ধ্যা ছায়ার দাম ডুবিয়ে  সূর্যের মশাল পুড়লে শেষে
ব্যস্ত দিনের কাম চুকিয়ে   পরস্পর কে টানবো শেষে,
এক সঙ্গে পাবার উত্কণ্ঠায়     ঠোঁটের পরজ নিয়ে
জলদি ফিরি তোমার শয্যায়।

ক্রমশঃ শরীর কাব্য হয়ে উঠে  তোমার আমার আঙুলের অস্থিরতায়,
শরীরের খাঁজে ক্লান্তির রোদ্দুর ভিজতে থাকে দৃষ্টির মাদকতায়।
আকাশ নামে শিশির নিয়ে দুর্বা ঘাসে সম্বৃধির হাওয়ায় ।

ভালোবাসার এঁটো,  ভালবাসার এঁটোতে  ভালোবাসা মহার্ঘ  
শরীর গদ্য ময় ভালোবাসার আঁচে, উচ্ছিষ্ট ছাই নিসর্গ ভালোবাসায়
বর্ণ ময়, ছন্দ ময় পদ্য হয়ে ওঠে শরীরের কাব্য।  
ভালোবাসার চলাচল।

বিকাশ দাস
মুম্বাই
মহা ষষ্টী
১৯/১০/২০১৫