উদাসীন মন উদাস হাওয়া
নিজের যেন
সব কিছু হারিয়ে যাওয়া।
চৈতি রাতের শেষ বেলা
সোনাঝরা ভোর বেলা
মনের দুয়ার খুলে
মনের মানুষ ফিরে পাওয়া।।
খুঁজে খুঁজে যায় মন
বাতাসের ঠিকানা;
হিম হিম রিম ঝিম
বৃষ্টির আনাগোনা।
ঝড় ধুলোর বৃষ্টি বেলা
আনমনা ছোঁওয়া খেলা
দুরের নদীর জলে
চাঁদের জোত্স্না খুঁজে পাওয়া ।।
বিকাশ দাস
মুম্বাই