বলো না বন্ধু আজ বিদায় নিলাম
যেতে যেতে সব তোমায় ফিরিয়ে দিলাম।
তোমার একটু ছোঁওয়া মেঘ সরালো
আকাশের গায় চাঁদ জড়ালো
বলে দিতে চাই তুমি আমার
দু চোখের পাতার ভাঁজে আলোর সংসারে;
নিঃশর্তে হৃদয় জড়িয়ে নিলাম।।
দেখো কাঁটায় ফোটে যে ফুল
রঙ্গের বাহার ভরে দুকুল
সুখে দুখে সাথী তোমার
দুহাতের কাঁকন বালার আলতো ঝংকারে;
বিরহের বাদল সরিয়ে দিলাম।।
বিকাশ দাস
মুম্বাই
(এ গান আমার হিন্দি ভাষায় লেখার থেকে। সুর দিয়েছে আমার সহধর্মিনী সঞ্চিত দাস। সেই সুরে বাংলা কথা বসিয়ে "বোলো না বন্ধু" লেখা। ভালো লাগলে বোলো, সব কবিদের কাছে অনুরোধ)