কখনো ভাবেনি এও হতে পারে
কারণে অকারণে আলাপনে
মিলনের মালা জীবনের জ্বালা
হয়ে যেতে পারে।
বিশ্বাসের সুতোয় ভালবাসার ফুল
গেঁথে গিয়েছি।
হাওয়ার বাঁধনে সারা মনে সাড়া
ভরে নিয়েছি
ফুলের দোলনা ছলনার কাঁটায়
ভরে যেতে পারে।।
আশ্বাসের পরশে অন্ধকারে হাত
ধরে নিয়েছি।
চোখের দুয়ারে দীপ জ্বেলে রাত
ভরে নিয়েছি
মনের আয়না ভুলের দাঙ্গায়
ভেঙ্গে যেতে পারে।।
বিকাশ দাস
মুম্বাই