বাতাসের বাউল গানে
এ মন আমার উদাস হয়ে ফেরে
কার পরাণের টানে
এ মন নদী হয়ে মিলবে সাগরে।

আকাশের মেঘ বাহারে
জ্যোত্স্নার রঙ লেগে  এ মন উঠবে জেগে  
কার যে অনুরাগে              কে তা  জানে।।

বাতাসের এক তারে
মাটির সুর ধরে    দীপ হয়ে উঠবে জ্বলে
কার যে বাসর ঘরে            কে তা  জানে।।


বিকাশ দাস
মুম্বাই