নীল আকাশে নীল চাঁদ দেখি না তো আর
ফুলের ঝড়ে পাগল হতে ভ্রমর আমার
দেখি না তো আর।
দূরের পাখি আসবে কাছে
এই ভেবে চোখ পেতে আছে
মনের জানলায় ।
হায় গো কতো আলোর ছোঁয়ায়
দৃষ্টি যে হারায় আমার।।
আলোর নদী বাতাস ঝড়ে
আকুল বাঁশরীর সুর ধরে
গানের নিরালয় ।
হায় গো আজ চোখের পাতায়
স্বপ্ন যে হারায় আমার।।
বিকাশ দাস
মুম্বাই