চেয়ে চেয়ে কতো রাত কেটে গেছে
ভালবাসার নিঠুর বেদনায়
সযতনে গাঁথা মালা ঝরে গেছে  
জোত্সনা  রাতের আঁজলায়।

রাতের শিয়রে কতো চাঁদ জাগে
দু হাত ভরে অনুরাগে
তুমি এসে ভালোবেসে
কেনো গেলে না আমায়।।

তোমার আকাশ মোর বুকের পরে
ভোর হয় সোনা রঙ ঝরে
কিছু দুখে কিছু সুখে
কেনো বাঁধো না আমায়।।

বিকাশ দাস
মুম্বাই