যদিও আমার বয়স কোনোদিন পা রাখেনি কোনো মন্দিরের চৌকাঠে
অথচ ভেসে উঠে দেখার ফেনায় সব মন্দির আমার দু চোখের ঘাটে।

কিন্তু যেদিন থেকে
তোমার অঞ্জলির মুঠোয় ফুল বেলপাতা প্রার্থনায়  
আমার নাম হলো শরিক  তোমার আধুত ঠোঁটের পৃষ্ঠায়;

অজস্র আলোর বাজনা বাজতে থাকে
নিঃশব্দে আমার বুকের ভেতর  
সঙ্গে পাপবোধ পুড়তে থাকে সোয়াস্তির আগুণে
আর হৃদয় আমার থাকলো না  
হয়ে আমার শরীরের দাসী।

বিকাশ দাস
মুম্বাই