আমাকে অনেক কষ্ট দিও
আমাকে অনেক দুঃখ দিও
কিন্তু শ্রম থেকে বঞ্চিত করো না।
আমাকে অবাধ ঝড় দিও
আমাকে অবাধ বৃষ্টি দিও
কিন্তু সৃষ্টি থেকে বঞ্চিত করো না।
তোমার পৃথিবী থাক সঘন ছায়ার মতন আদ্রিয়মাণ।
অরণ্য থাক সবুজ
তোমার দুহাতের আঁজলায় অম্লান
সব ঋতুর পরিসীমায়
কিন্তু আমাকে আমার প্রতিশ্রুত থেকে বঞ্চিত করো না।
বিকাশ দাস
মুম্বাই