খুদা জানে...
এখনো আমি তোমার ভালোবাসার দংশন
নিয়ে দুহাতে আমার
খুঁজে যাই জটিল জোয়ারে বেঁচে থাকার চলাচল
নরম কোমল ধানে।
খুদা জানে ....
এখনো কাঁটার স্পর্শ কাটিয়ে উঠতে পারিনি
আজও দুহাত আমার
বিরহ মিলন ভালোবাসার মোহকে
টাটকা ফুল গুছিয়ে রাখি তোমার শোবার ঘরে
কাছে থাকার ভীষণ টানে।
খুদা জানে...
এখনো অসফলতার অন্ধকার জড়ানো বৃষ্টি
পড়ে দু হাতে আমার
নিঃসঙ্কোচে ছুটে আসি তোমার দোসর পারে
আমার মন খারাপের মেঘ পল্লব নিয়ে
জখম সারানো তোমার ফুলের বাগানে।
বিকাশ দাস
মুম্বাই