মরতে হলে মরবো কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
বাঁচতে হলে বাঁচবো কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সব জীবে প্রেম ভালবাসা রাখবো
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সব মানুষ আলদা আলদা ছাতার নীচে
এক উতসবে মাতবো কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সততা বাজারে বেচা কেনা করবো
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয় ।
উপনিষদ গীতা কোরান বাইবেল
একদিন পড়বো
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয় ।
বিকাশ দাস
মুম্বাই