আমার বাঁশি বাজলে
বলো কেনো লাগে চাঁদে গ্রহণ
ঘরের নাগাল খুঁজে পেলে
বাধে তোমার করতে আমায় গ্রহন।
খোঁপার থেকে পড়লে খসে
তোমার দেওয়া ফুল
আঁচড় কাটে আমার বুকে
ভালবাসার যতো ভুল
করবো বলো একাই সহন।।
আমার বাঁশি ভাঙ্গলে
কাঁপে কেনো ঠোঁটের পাতা অযথা
চোখের কোল জলের দাগে
লাগে আকাশ মেঘের পাতা অযথা।
হৃদয় যতো আগলে রাখি
আমার সুরের ফাঁদে
ঝড়ের রাতে সরব আঁখি
বাহুডোরে একাই কাঁদে
ক্লান্ত আমার দুটি নয়ন ।।
বিকাশ দাস
মুম্বাই