হারিয়ে যাই যেনো তোর ঐ দু চোখে
মরণ পাই তোর কোলেতে মাথা রেখে
শুধু তুই হাত বুলিয়ে সেই গান গুলো আবার গুনগুনিয়ে
ভালোবেসে যাস তোর নিঃশাসে প্রশ্বাসে
আদরের উচ্ছাসে জড়িয়ে আমাকে।
তোর ভালের টিপ চাঁদে
আমি যেনো পড়ি ফাঁদে
গিটারের তার গুলো
বেজে ওঠে উন্মাদে
জড়িয়ে আমাকে।।
তোর আলতা ভিজে পায়ে
গুছিয়ে নিতে পারে
সংসারের সার গুলো
জল ঝড় আঁধারে
জড়িয়ে আমাকে ।।
বিকাশ দাস
মুম্বাই