আঁখি দুটি জাগে
কার অনুরাগে
ধরা দিতে মন
হলো যে দ্বিগুন।

তুমি বাঁধো গান সুরে
তবে আছো কেন দূরে
না হয় আসেনি বাতাসে
ভরে ' গো ফাগুন।।

আমি চাঁদ হয়ে এলে
আলো দিলে কেন জ্বেলে
না হয় লাগেনি আকাশে
চাঁদের  আগুন।।


বিকাশ দাস
মুম্বাই