আমি কেমন দুঃখ যে
পারলি না তুই পার করতে।
বৃষ্টির ফোঁটা পড়ে মাটির আঁচলে
পারলি না তার রাস ধরতে।

নিজের খেয়ালে ছুটতে থাকে
নদীর দুই কিনারা সাগরের বাঁকে
রোদের ডানা ছিঁড়লে
ফিরতে চায় পাখি যে ঘরে
কাছের মানুষকে আরো কাছে করতে।

চোখের পলক লুকিয়ে রাখে
অশ্রুর দানা কাজলের কান্নার ফাঁকে
ভোরের নীল সকাল
ডুবতে চায় শিশিরের পাঁকে
রাতের আকাশ কে আরো নীল করতে।

বিকাশ দাস
মুম্বাই