আজও তুমি আমি আর বাদ বাকি
সকলে
নিজের নিজের ঝগড়া বিবাদ নিয়ে
প্রতিশোধের অস্ত্র খুঁজে নিতে,
পায় না লজ্জা শরম।

যতো পারি এক অপরের ঘাড়ে দোষ চাপিয়ে
শরীর লজ্জায় আহত হলেও ধর্মের অজুহাত দিতে
পায় না লজ্জা শরম।

কাজিয়া লড়াই শুধু কি ধর্মের মধ্যে ?
কোন ভাবে বেঁচে থাকার সুত্র !
না গীতা কোরানের বয়ান তামিল করার শর্ত।

হাঁটছি ভিড়ের সাথে অথচ একলা
জন্ম গোত্র অবধারিত ভাগ্য বলে ধরে নিতে
পায় না লজ্জা শরম।

কোন ভ্রমর কোন মৌমাছি
যেতে ফুলের কাছাকাছি
পায় লজ্জা শরম ?
এদের মধ্যে কেনো হয় না কোনো ধর্মের
কাজিয়া বিবাদ  
এদের মধ্যে কি নেই কোন খুনসুটির পোশাক, নেই কোন জাতপাত।

চলো যায় আজ সকলে সব তফাত হটিয়ে সেই ফুলের দুনিয়ায়  
যেন সঙ্গে করে সঙ্গে থাকার প্রতিশ্রুতি নিতে,
পায় না লজ্জা শরম।

বিকাশ দাস
মুম্বাই