আমার শিশুসুলভ ছোট্ট বেলা
আবদার বায়নার জমিদারি
আমারি হাতের মুঠোয় ছিলো।

বাড়লো ধাপে ধাপে শরীর
উল্সে বয়সের বৃষ্টি রোদ্দুর
অসংযত হাওয়ার গভীরে।

যৌবনের জৌলুসেএকাকার
শেষ লগ্ন গোধূলি বেলা
বিয়ে শাদি সন্তান সন্ততি নিয়ে অবিমিশ্র,
গাছ গাছালির শাখা প্রশাখা প্রতুল ছায়ায়।

সংসারের শেষ ঢালানের  অস্ত পারে  
তখনও আমার বলতে ছিলো সম্বল
সেই আবাস অবসরপ্রাপ্তি।

এখন সব রক্ত সম্পর্ক এক ছাদের নিচে
আলাদা আলাদা ছাতার ভেতর
নিজের নিজের আকাশের অন্তরালে
আর
আমার সব স্বত্ত সেই বিছানার খাটে মৃতবৎ শরীর
এবং ব্যথা বহুল অজস্র ব্যর্থতার নীর।

বিকাশ দাস
মুম্বাই