যখন তোমার চোখে লাগে বসন্ত
তখন আমার দু হাত ভর্তি এক গুচ্ছ টাটকা ফুল
                                          তাকিয়ে থাকে ।
যখন তোমার বুকে আসে শ্রাবণ
তখন আমার দুহাতে তুলে রাখি সযত্নে বৃষ্টির ফোঁটা
                                           ভিজতে থাকে ।
যখন তোমার গায়ে লাগে শীত
তখন আমার দু হাতে গুছিয়ে রাখি রোদ্দুরের আঁচ
                                            জ্বলতে থাকে  ।

এখনো তাকিয়ে থাকে
এখনো ভিজতে থাকে
এখনো  জ্বলতে থাকে
তোমার বসন্ত শ্রাবণ শীতে ।


বিকাশ দাস
মুম্বাই