একান্তে
ঠোঁট ভেজায় চোখ ভেজায়
ভিজিয়ে দুয়ার একান্তে ।
দুঃখ জড়ায় সুখ জড়ায়
সাজিয়ে বাসর একান্তে ।
ভোর জড়ায় রাত জড়ায়
ভাসিয়ে আকাশ একান্তে ।
দুরে দাঁড়ায় কাছে দাঁড়ায়
ভিড়ের ভেতর একান্তে ।
একলা হাঁটি আমার সঙ্গে আমি সঙ্গী
জেনেও জীবন এতো যে সাত রঙ্গি
বৃষ্টির জলে গা ভেজায় ধুয়ে রোদের দাগ ।
শীতের রাতে খুঁজে বেড়ায়
খড়কুটো বাতিল কাঠ
একটু আগুন
একটু চেনা রাগ
গুনগুনিয়ে ঝড়ো পাতায় লিখে যায়
নামটি তোমার একান্তে
রাস্তা হারায় আস্থা হারায়
চার দেয়ালের একান্তে ।
হাত বাড়ায় বুক ভাসায়
সন্ধে সকাল একান্তে ।
ইচ্ছে সাজাই লজ্জা বালাই
কোল বালিশের একান্তে ।
রাত্রি ডেরায় স্পর্শ খেলায়
উল্সে থাকার একান্তে ।
ভাঙ্গলো রাতে কাঁচের চুড়ি লজ্জা লেগে
হঠাত কখন হাতের আঁচে দু চোখ জেগে
গল্পের ছলে জেদ পোড়ায় ইচ্ছে সাহস পাক ।
চাঁদের মোম উষ্ণ নেশায়
পড়ে থাক জখম রাখ
দরদী আঙুল
অনেক অভিমানে ফরিয়াদী
ইট পাথরে খোদাই করে
নামটি তোমার একান্তে ।
বিকাশ দাস
মুম্বাই