কঠিন ঠাঁই
যুবতী মধ্য শর্বরী
চাঁদকে বলেছিলো আগুনের ঢেলা ।
না যায় ছোঁওয়া না যায় ফেলা ।
আধুত অন্ধকার বিকলাঙ্গ বিকালবেলা
দু পা জড়ানো তোমার নুপুর
শিখেয়েছিলো আমায় পথচলা ।
আকাশের ভেতর বর্ষার জল
বুকের ভেতর চোখের জল
ছোটো ছোটো রোদ বৃষ্টি
অনাবিল ভাললাগার দৃষ্টি
ভালোবাসা ঘর বাজারে সবজির মধ্যে লুকোনো পোকা
ঘুম শান্তির কাঁচা রাস্তায় ছিটকে আসা ধোকা ।
আজ ঘর ছাড়া বেশ্যার বাড়ি চল ।
সেখানে নাকি নেমেছে চাঁদের পাক ঢল ।
সব তীর্থ দেব অরণ্য মরুভূমি;
সূর্য ডোবা বিবর্ণ আকাশ চুমি ।
বিকাশ দাস
মুম্বাই